top of page

About

আমাদের কথা

এখনকার  ব্যাস্ত জীবন এ নিজের পরিবারএর জন্য অথবা প্রিয়জনকে দাওয়াত করতে গেলে সবার আগে চিন্তা আসে রান্না কি হবে , কে করবে , কখন করবে। সে চিন্তার দূর করতে আমরা আপনাদের কাছে সমাধান নিয়ে এসেছি । নিয়মিত রান্না , বিশেষ দিবস এর রান্না, দাওয়াত এর রান্না, অনুষ্ঠান এর রান্না সব কিছুতে আমরা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত (এন্ড টু এন্ড ) সমাধান এর দায়িত্ব নিচ্ছি। 

-মেনু কি হবে 

-কয়জন এর জন্য কতটুকু

-বাজেট এর মধ্যে সব চেয়ে কিভাবে সর্বোচ্চ আয়োজন করা যাবে

এই সব আমরা আপনার সাথে আলোচনা করে আপনাকে টাটকা তৈরী খাবার সময়মতো পৌঁছে দিবো। 

রসমালাই দিয়ে শুরু হলেও এখন আমরা সব রকম খাবার এর অর্ডার নিচ্ছি । বাজার থেকে সব চেয়ে ভালো ও টাটকা রান্নার উপকরণ কিনে আমরা ফ্রেশ রান্না করে দেই। আমাদের লক্ষ্য ,"ভালো খাবার ও ভালো সেবা" । সেজন্য সময়মতো শুধু খাবার পৌঁছে দিয়ে আমরা ক্ষান্ত হইনা, এর পর তার গুণগতমান ও স্বাদ সম্পর্কে আমরা খোঁজ নেই এবং আপনাদের নিশ্চিত করতে পারি এখন পর্যন্ত সবাই আমাদের সেবাতে খুশি । 

 

আপনি যদি আপনার বন্ধু বা আত্মীয়কে সারপ্রাইজ দিতে চান , সেক্ষেত্রেও আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত। কি দিতে চান বা দিলে ভালো হয়, কম্বিনেশন বা প্যাকেজ , ফুল নাকি চকলেট বাক্স  , সাথে কেক , কোথাকার কেক ইত্যাদি সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা তৈরী। যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেজ এর ইনবক্সএ । 

https://www.facebook.com/RoshmalaiExpress

About: About
About: HTML Embed

©2020 by Roshmalai Express. Proudly created with Wix.com

bottom of page